খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে করণীয় সম্পর্কে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ মে) সকাল ১০.০০ ঘটিকায় বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোশারফ হোসেন।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এর সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ মনিরুল ইসলাম । শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আফসানা আক্তার বানু, মনসুর রহমান, তাপস কুমার কুন্ডু প্রমূখ।
শিক্ষার মানোন্নয়নে এবং শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের হাতে কোন স্মার্টফোন নয়, এমন সিদ্ধান্তে উপস্থিত সকলেই ঐক্যমত পোষণ করেন।