রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ভবনে লিফট দুর্ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল জান্নাত শাহ বলেন, ভবনটি ১৮ তলা। যান্ত্রিক ত্রুটির কারণে একটি লিফট হঠাৎ দোতলা থেকে নিচের দিকে নেমে গিয়ে নিচতলার ফ্লোরে ধাক্কা খায়। পরে লিফটি একেবারে ১৫ তলায় উঠে যায়।
তিনি বলেন, লিফটের ভেতরে থাকা ৫ জন আহত হয়েছেন। তাদের রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে তেজগাঁও থানা পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে তাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে।
উল্লেখ্য, বিডিবিএল ভবনে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।