1. chalanbeel.probaho@gmail.com : News :
  2. khokanhaque.du@gmail.com : khokan :
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন

চলনবিলের ক্ষুদে অ্যাথলেটকে চলনবিল প্রবাহের পক্ষ থেকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৪৩৮ বার পঠিত

নাটোরের বড়াইগ্রাম উপজেলার চলনবিল অধ্যুষিত কচুগাড়ী গ্রাম। এ গ্রামের ফকির পাড়ার কৃষক রতনের ছেলে ইমরান। সে কচুগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় (বর্তমানে মাধবীলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়) এর ৫ম শ্রেণির ছাত্র। ১০ বছর বয়সী ইমরান পড়শোনার পাশাপাশি খেলাধুলায় বেশ পারদর্শী। বিশেষ করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উচ্চ লম্ফে বরাবরই সে ১ম স্থান অধিকার করে আসছে। এ বছর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ইমরান উচ্চ লম্ফে বড়াইগ্রাম উপজেলায় ১ম স্থান অধিকার করে। এরপর জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায়ও সে ১ম স্থান অধিকার করে। পরে বিভাগীয় প্রতিযোগিতায় ইমরান রাজশাহী বিভাগের ৮ টি জেলার মধ্যে ১ম স্থান অধিকার করে সবাইকে তাক লাগিয়ে দেয়। পরবর্তীতে তার ডাক আসে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের। গত ২৪ মে ঢাকার মোহাম্মদপুর ফিজিক্যাল কলেজ মাঠে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করে। কিন্ত, অল্পের জন্য সে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠত্বের মুকুট থেকে বঞ্চিত হয়। তাকে রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হিসেবেই আপাতত শান্ত থাকতে হয়।

চলনবিলের প্রতিভাবান এই ক্ষুদে অ্যাথলেটকে গতকাল ‘চলনবিল প্রবাহ’ পত্রিকা অফিসে চা চক্রের আমন্ত্রণ জানানো হয়। বাবা রতন আলীসহ ‘চলনবিল প্রবাহ’ অফিসে আসে ইমরান । সেখানে এক অনাড়ম্বর পরিবেশে ইমরানকে সংবর্ধনা জানানো হয়। তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান ‘চলনবিল প্রবাহ’ পত্রিকার সম্পাদক মাহমুদুল হক খোকন । পাশাপাশি শুভেচ্ছা স্মারক হিসেবে ইমরানের এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘চলনবিল প্রবাহ’ পরিবারের পক্ষ থেকে একটি সার্টিফিকেট প্রদান করা হয়।

এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা বলেন, ইমরানের এই অর্জন কচুগাড়ী ও চলনবিল এলাকার জন্য এক বিশাল প্রাপ্তি। সে আমাদের নতুন প্রজন্মের আশা ও অনুপ্রেরণা। ইমরানের এই সাফল্যে তার বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও অভিভাবকরাও অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ইমরানের এই সাফল্য অন্য শিক্ষার্থীদের মধ্যেও নতুন উদ্দীপনা জাগাবে। তারা আরও বলেন, চলনবিলের এক প্রত্যন্ত গ্রাম থেকে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে নিজেকে তুলে ধরা একটি বিরাট ব্যাপার। ইমরানের মত এই সব প্রতিভাবান ছেলেরা যাতে হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আগামীতে সে যাতে নিজেকে আরো পরিপূর্ণভাবে বিকশিত করতে পারে তার জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি বিকেএসপিতে ভর্তি হয়ে সে যাতে অ্যাথলেট হিসেবে ক্যারিয়ার গড়তে পারে সে ব্যাপারে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার প্রস্তাব করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক বাবু , বিকাশের কর্মকর্তা নূর ইসলাম, পুলিশ কর্মকর্তা সজিব হোসেন এবং ‘চলনবিল প্রবাহ’ পত্রিকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। আয়োজনটি ছোট্ট হলেও ছিল অন্তরের ভালোবাসা ও গর্বে ভরপুর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

সর্বসত্ত্ব সংরক্ষিত