বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শুরু হয়েছে।
আজ শনিবার (২৪ মে) বিকেল ৩টায় শহরের সূত্রাপুর সেন্ট্রাল হাইস্কুল মাঠে এ সমাবেশ শুরু হয়। বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দিচ্ছেন সমাবেশে।
সরেজমিনে দেখা গেছে, সমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন হলেও বেলা ১১টা থেকে ভারী বৃষ্টির কারণে সমাবেশের প্রস্তুতি কিছুটা বিঘ্নিত হয়। পরে দুপুর ১টার দিকে বৃষ্টি থেমে গেলে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি থাকবেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
জানা গেছে, রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিটি জেলা-উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কমিটির নেতাকর্মীকে সমাবেশে আনতে সাত দিন আগে থেকে প্রচারণা চালানো হয়। প্রতিটি জেলা থেকে অন্তত ৫ হাজার নেতাকর্মী যাতে আসে, সংশ্লিষ্ট জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের সেই নির্দেশনা দেওয়া হয়েছিল। সকল জেলা থেকে বাস ও কোচ ভাড়া করা হয়েছে। ট্রেনে করেও আসবেন নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, এ সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি তারুণ্যের আকাঙ্ক্ষা ও প্রত্যয়ের এক ঐতিহাসিক মিলনমেলা। নানা মত-পথ, শ্রেণিপেশা চিন্তাধারায় তরুণরা একত্র হবেন একটি ন্যায্য, মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে।