কান চলচ্চিত্র উৎসবে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই সবসমই ভিন্ন মাধুর্য নিয়ে উপস্থিত হন। ভক্তরাও অপেক্ষা করেন রাই সুন্দরীর সৌন্দর্যের চমক দেখার।
২০২৫ সালের কান উৎসবেও এর ব্যতিক্রম হলো না। অপেক্ষার অবসান ঘটিয়ে অনবদ্য লুকে হাজির হলেন ঐশ্বরিয়া।
তার গলায় থাকা হারটি ২৯০ ক্যারেটেরও বেশি মোজাম্বিক রুবি দিয়ে তৈরি করা। ডিজাইনার মণীশ মলহোত্রা।
এই স্টেটমেন্ট পিসটির সঙ্গে ৩০ ক্যারেটেরও বেশি রুবি দিয়ে তৈরি একটি নেকলেস ব্যবহার করা হয়েছিল, যাতে ছিল হিরা বসানো। সঙ্গে নজর কাড়ে রাই-সুন্দরীর রেনেসাঁ অফ রুবিস স্টেটমেন্ট আংটিটিও।