একটি হত্যা মামলার শুনানীর জন্য কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মানিকগঞ্জ আদালতে নেয়া হয়েছে সাবেক সংসদ সদস্য ও মমতাজ বেগমকে।
আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল সোয়া ৮ টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে তাকে জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর আবুল খায়ের।
মমতাজের আইনজীবী খোরশেদ আলম জানান, ২০১৩ সালে সিংগাইরের গোবিন্দ এলাকায় ইসলামি সমমনা দলের হরতাল চলাকালে আওয়ামী লীগ নেতাদের সহযোগিতায় পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি মমতাজ বেগম। এছাড়া তার বিরুদ্ধে জেলা বিএনপির আহ্বায়কের বাড়ি ভাঙচুরের মামলাও রয়েছে।
গত ১২ মে রাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।