ঈদুল ফিতরে ‘বরবাদ’ করে দিয়ে এবার ঈদুল আজহায় ‘তাণ্ডব’ চালাবেন শাকিব খান। রায়হান রাফীর পরিচালনায় মেগাস্টার ব্যস্ত ‘তাণ্ডব’ সিনেমার শেষ মুহুর্তের কাজ নিয়ে।
অবশেষে ‘তাণ্ডব’ নিয়ে ধ্বংসের ইঙ্গিত দিলেন শাকিব। আজ রোববার (১৮ মে) সামাজিক মাধ্যমে পূর্বনির্ধারিত কথা অনুযায়ী এলো ‘তাণ্ডব ফরকাস্ট।
এ যেন ধ্বংসের সিগন্যাল! এক মিনিট তিরিশ সেকেন্ডের ফরকাস্টের শুরুতে আবহাওয়া বার্তায় দেশের সব পুলিশ স্টেশনকে ১০ নাম্বার বিপদ সংকেত দেখাতে বলা হয়। সেই সঙ্গে দেশবাসীকে অবস্থান পরিবর্তন না করতে পরামর্শ দেওয়া হয়।
এরপর হাজির এক মুখোশ মানব যার তাণ্ডবে তটস্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনি। তুমুল তাণ্ডবের পর দেখা যায় মুখোশ মানব আর কেউ নন, শাকিব খান। ছোট চুল, তামাটে ত্বক। এ যেন অন্য এক অবতার!
একের পর এক মারকাটারী দৃশ্যে পেয়ে যখন তাকে শুধুই সন্ত্রাসী মনে হচ্ছিল, ঠিক তখন জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে সবার উদ্দেশে হাত নাড়াতে দেখা যায়। তখন মনে হয় শুধুই অস্ত্রধারী নন পুরো এক গোষ্ঠীর অবতার হয়তো তিনি!
শাকিবময় পুরো ফরকাস্টে অন্য অভিনয়শিল্পীরা কয়েক সেকেন্ডের বেশি সুযোগ পাননি। জয়া আহসানের ভাগেও জুটেছে একটি দৃশ্য। তবে দেখা যায়নি সাবিলা নূরকে। হয় দর্শকের তেষ্টা জিইয়ে রাখতেই আড়ালে রাখা হয়েছে অভিনেত্রীকে।