বনপাড়া খ্রীস্টান বহুমুখী সমবায় সমিতি ঢাকা’র ‘শিক্ষা সেমিনার-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৬ মে) ঢাকার জোয়ার সাহারা, নর্দ্দায় অনুষ্ঠিত হয় এই সেমিনার।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন সমিতির সম্মানীত চেয়ারম্যান নীলা কস্তা। চেয়ারম্যান তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, বৃহত্তর বনপাড়ার যারা ঢাকায় অবস্থান করছেন অথচ এখনো সমিতির সদস্য হননি অতিশীঘ্র তাদের সদস্য হওয়ার আহবান জানাচ্ছি। বিশেষ করে ছাত্রদের সদস্য হতে অনুরোধ জানান তিনি।
তিনি বলেন, আমাদের আর্থিকভাবে স্বচ্ছল হতে সমিতি অনেক বেশী ভূমিকা রাখে। আর্থিক স্বচ্ছলতার পাশাপাশি সামাজিকভাবেও সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
শিক্ষা সেমিনারে সমিতির বিভিন্ন প্রডাক্ট নিয়ে আলোচনা করেন শিক্ষা সেমিনারের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান মি. ডেনিস মিন্টু পিরিছ। ট্রেজারার মি.সামুয়েল পিউরীফিকেশন সমিতির বতর্মান আর্থিক অবস্থা উপস্থাপন করেন।
বোর্ড ডিরেক্টর মি. মুক্ত পিউরীফিকেশন লোন সংক্রান্ত বিষয় বিশেষ করে ভালো লোন, খারাপ লোন বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। সুপারভাইজারী কমিটির চেয়ারম্যান মি.অমল গমেজ লোনের ডিফল্ট থেকে প্রতিকার নিয়ে আলোকপাত করেন।
সমিতির সম্মানীত উপদেষ্টা মি. ডমিনিক দিলু পিরিছ সমিতির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কি কি করণীয় সে বিষয় এবং ছাত্রদের এডুকেশনের বিষয়ে উৎসাহব্যঞ্জক পরামর্শ প্রদান করেন।
উপদেষ্টা মি.লরেন্স দীপঙ্কর কস্তা সমিতির কিছু আর্থিক বিষয়ে পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমিতির সেক্রেটারি আশীষ রিবেরু। অনুষ্ঠানে প্রায় শতাধিক সদস্য- সদস্যা উপস্থিত ছিলেন।