অন্তর্বর্তী সরকারের প্রাথমিক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। বিদ্যালয়ে শিক্ষকসহ শিক্ষা বিভাগের উর্দ্ধতন শুন্যপদ পূরণের পাশাপাশি শিখন ঘন্টা বৃদ্ধির বিষয়ে সরকার কাজ করছে। শিক্ষার্থীদের লেখাপড়া শেখানোর পাশাপাশি তারা যেন সত্যিকার অর্থে একজন পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে উঠতে পারে, সবার সঙ্গে মিলেমিশে জীবন যাপন করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ভাল জীবন যাপনের জন্য লেখাপড়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু, শিক্ষার পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে।
গতকাল মঙ্গলবার (১৩ মে) দুপুরে নাটোরের বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রুম টু রিডের সহায়তায় পড়া-লেখা উৎসব ও অভিভাবক সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা।
এছাড়াও, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি এন্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান এনডিসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস ও প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।
পরে প্রধান অতিথি বিদ্যালয়ে পাঠদান পরিদর্শন, শিক্ষক ও অভিভাবকদের সাথে মত বিনিময়, শিক্ষার্থীদের বিভিন্ন খেলায় পুরষ্কার বিতরণ করেন।