1. chalanbeel.probaho@gmail.com : News :
  2. khokanhaque.du@gmail.com : khokan :
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৬:২২ অপরাহ্ন

রাসিকের সচিব রুমানা আফরোজ

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৬৬০ বার পঠিত

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সচিব হিসেবে যোগদান করেছেন মোছাঃ রুমানা আফরোজ।

গত ৩০ এপ্রিল (বুধবার) পূর্বাহ্নে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর যোগদান করেন এবং ৪ মে (রবিবার) সকালে রাসিক প্রশাসক ও বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি (অতিরিক্ত সচিব) এর নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

পরবর্তীতে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মোঃ রেজাউল করিম (উপসচিব) নগর ভবনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


রুমানা আফরোজ এর আগে নওগাঁ জেলার পত্নীতলায় উপজেলা নির্বাহী অফিসার এবং বগুড়া জেলার আদমদিঘী উপজেলায় সফলতার সাথে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদের প্রশাসক ও সান্তাহার পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। বিশেষ করে আধুনিক আদমদিঘী উপজেলার রুপকার হিসেবে স্বীকৃতি লাভ করেন।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরাসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

সর্বসত্ত্ব সংরক্ষিত