1. chalanbeel.probaho@gmail.com : News :
  2. khokanhaque.du@gmail.com : khokan :
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন

অশ্রুভেজা চোখে আদমদীঘিতে ইউএনও কে বিদায়

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৩৯৪ বার পঠিত

বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিকেল ৪টায় উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে কনফারেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানবিক গুণাবলিসম্পন্ন এই ইউএনওর বিদায়ে উপস্থিত সবার চোখে ছিলো অশ্রু।

রুমানা আফরোজ পদোন্নতি পেয়ে গত ৪ মে রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব পদে নিযুক্ত হয়েছেন। তাকে বিদায় জানাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন, সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, ইউপি চেয়ারম্যানগণসহ উপজেলা দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বিদায়ী ইউএনও রুমানা আফরোজ বলেন, যোগদানের পর থেকেই আমি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। আমার দরজা সবসময় সাধারণ মানুষের জন্য খোলা ছিল। কেউ কোনো সমস্যা নিয়ে এলে যথাসাধ্য সমাধান দেওয়ার চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি হয়রানি নয়, কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দিতে। উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী এবং সাধারণ মানুষের কাছ থেকে অসাধারণ সহযোগিতা পেয়েছি। বদলি তো চাকরির একটি অংশ, তবে এলাকাবাসীর ভালোবাসা পেয়েছি – এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি ও আমার পরিবারের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।

জানা যায়, রুমানা আফরোজ ২০২৩ সালের ১২ ডিসেম্বর আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১ বছর ৪ মাস ২৬ দিন দায়িত্ব পালন করেন। এ সময়ের মধ্যেই সততা ও দক্ষতার মাধ্যমে তিনি উপজেলাজুড়ে ব্যাপক সুনাম অর্জন করেন। এক সময়ের জরাজীর্ণ ও অব্যবস্থাপনায় ভরা উপজেলায় তিনি উন্নয়নের ছোঁয়া নিয়ে আসেন। দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই আদমদীঘির চিত্র পাল্টে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

সর্বসত্ত্ব সংরক্ষিত