1. chalanbeel.probaho@gmail.com : News :
  2. khokanhaque.du@gmail.com : khokan :
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন

আলো’য় আলোকিত ১৩টি পরিবার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৮২ বার পঠিত

পটুয়াখালীর মহিপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে আন্ধারমানিক লেবার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন – আলো সেচ্ছাসেবী সংগঠন এর পক্ষ থেকে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হতদরিদ্র মানুষের মাঝে ১৫০০ টাকা হারে মোট ১৩ জনকে আর্থিক অনুদান প্রদান করেছে।

এই অনুদান প্রদান কর্মসূচির আওতায় সমাজের অসহায় ও হতদরিদ্র ব্যক্তিদের সাহায্য করা হয়েছে।

আন্ধারমানিক লেবার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন – আলো এর পক্ষ থেকে জানানো হয়, তারা সবসময় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে অনুদান তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাজী মোঃ ফজলু গাজী, আলো এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব রাজু আহমেদ রাজা এবং সাধারণ সম্পাদক খোকন হাওলাদার।

আরো উপস্থিত ছিলেন মহিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহতাব হাওলাদার সহ উক্ত সংগঠনের সদস্য বৃন্দ। তারা এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

অনুদান গ্রহণকারীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তা তাঁদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।

আন্ধারমানিক লেবার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন – আলো ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা সমাজের সামর্থ্যবানদেরও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

সর্বসত্ত্ব সংরক্ষিত