পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কলাপাড়া উপজেলা, কলাপাড়া পৌর, মহিপুর থানা ও কুয়াকাটা পৌর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টায় স্থানীয় কলাপাড়া পৌরসভা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব মো.মনিরুজ্জামান মনির, বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জাফরুজ্জামান খোকন হাওলাদার, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাবেক সাবেক বিএনপি নেতা পৌর শহর ব্যাবসায়ী সমিতির সভাপতি নুরুল হক মুন্সি, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসল্লী, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার প্রমুখ।
এছাড়াও, উপস্থিত ছিলেন কলাপাড়া বিএনপির ৪টি ইউনিটের সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান পারভেজ এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো.মতিউর রহমান হাওলাদার।
অনুষ্ঠানে উপস্থিত প্রায় সকল সদস্যরা তাদের বক্তব্যের মাধ্যমে উপজেলার ৪টি ইউনিটের সাংগঠনিক কার্যক্রম এবং সমস্যাগুলো তুলে ধরেন। সিনিয়র নেতৃবৃন্দ তাদের সকল প্রশ্নের জবাব প্রদান করেন। পরে দোয়া মিলাদ এবং ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকতা শেষ হয়।