ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘হাওয়া’র পর আবারও একসঙ্গে চঞ্চল-তুষি

blank

‘হাওয়া’ সিনেমার পর আবারও একসঙ্গে কাজ করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষিকে। 

 

রায়হান রাফীর ভৌতিক গল্পের সিনেমা ‘আন্ধার’র ঘোষণা এসেছিল অনেক আগেই। তবে এতে কারা অভিনয় করবেন তা জানা যায়নি। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সিনেমার অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করলেন রাফী।

 

সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাতে ‘ক্রিপটিক ফেইট’ ব্যান্ডের ভোকালিস্ট শাকিব চৌধুরীর ‘গিক মিথ’ নামের একটি শো-তে এই ঘোষণা দেন নির্মাতা।

 

রাফী জানান, ইতিমধ্যেই ‘আন্ধার’র শুটিং সম্পন্ন। এমনকি এবারই প্রথম নিজের চিরচেনা ছক ভেঙে অন্যকারও গল্পে কাজ করলেন তিনি।

 

রায়হান রাফী কথায়, ‘এতদিন পর্যন্ত আমার যেসব সিনেমা আপনারা দেখেছেন, বেশিরভাগ সিনেমার গল্প আমার ছিল। আমি লিখেছিলাম, পরবর্তীতে আমার সাথে কোনো কো-রাইটার লিখেছে। আমার ধারণা ছিল, আমি সাধারণত এ রকম সিনেমাই করব, যেগুলো আমি নিজে লেখি। কখনও ভাবিনি আমি অন্য কারও গল্পতে কাজ করব। এই প্রথম আমি অন্য কারও গল্প নিয়ে কাজ করলাম। মুগ্ধ হয়ে কাজ করলাম, চিত্রনাট্য পড়ে মনে হয় যে এটা আমি বানাতে চাই। তারপর দুই বছর সেই স্বপ্ন লালন-পালন করে, সেই শুটিং ইতিমধ্যে শেষ করে ফেলেছি। সেই সিনেমাটির নাম “আন্ধার”।’

 

এরপরই অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করেন এই নির্মাতা। জানা যায়, সিনেমাতে ‘গোয়েন্দা দেলোয়ার’ চরিত্রে থাকছেন সিয়াম আহমেদ, ‘শমসের’ চরিত্রে চঞ্চল চৌধুরী এবং ‘নাদিয়া’ চরিত্রে আছেন নাজিফা তুষি।

 

এছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছেন মোস্তফা মনওয়ার, ফররুখ আহমেদ রেহান, আফসানা মিমি, গাজী রাকায়েত, স্বর্ণালী চৈতি ও তানজিকা আমিন।

 

যৌথভাবে ‘আন্ধার’র গল্প লিখেছেন গিটারিস্ট ও ব্যান্ড তারকা সাইদুস সালেহীন সুমন (বেজবাবা সুমন), শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শাকিব চৌধুরী ও আদনান আদিব খান।

জনপ্রিয় খবর
blank

জননেতা মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন: চরফ্যাশন-মনপুরার গর্ব, বাংলাদেশের আশা

‘হাওয়া’র পর আবারও একসঙ্গে চঞ্চল-তুষি

প্রকাশের সময় : ১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
blank

‘হাওয়া’ সিনেমার পর আবারও একসঙ্গে কাজ করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষিকে। 

 

রায়হান রাফীর ভৌতিক গল্পের সিনেমা ‘আন্ধার’র ঘোষণা এসেছিল অনেক আগেই। তবে এতে কারা অভিনয় করবেন তা জানা যায়নি। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সিনেমার অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করলেন রাফী।

 

সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাতে ‘ক্রিপটিক ফেইট’ ব্যান্ডের ভোকালিস্ট শাকিব চৌধুরীর ‘গিক মিথ’ নামের একটি শো-তে এই ঘোষণা দেন নির্মাতা।

 

রাফী জানান, ইতিমধ্যেই ‘আন্ধার’র শুটিং সম্পন্ন। এমনকি এবারই প্রথম নিজের চিরচেনা ছক ভেঙে অন্যকারও গল্পে কাজ করলেন তিনি।

 

রায়হান রাফী কথায়, ‘এতদিন পর্যন্ত আমার যেসব সিনেমা আপনারা দেখেছেন, বেশিরভাগ সিনেমার গল্প আমার ছিল। আমি লিখেছিলাম, পরবর্তীতে আমার সাথে কোনো কো-রাইটার লিখেছে। আমার ধারণা ছিল, আমি সাধারণত এ রকম সিনেমাই করব, যেগুলো আমি নিজে লেখি। কখনও ভাবিনি আমি অন্য কারও গল্পতে কাজ করব। এই প্রথম আমি অন্য কারও গল্প নিয়ে কাজ করলাম। মুগ্ধ হয়ে কাজ করলাম, চিত্রনাট্য পড়ে মনে হয় যে এটা আমি বানাতে চাই। তারপর দুই বছর সেই স্বপ্ন লালন-পালন করে, সেই শুটিং ইতিমধ্যে শেষ করে ফেলেছি। সেই সিনেমাটির নাম “আন্ধার”।’

 

এরপরই অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করেন এই নির্মাতা। জানা যায়, সিনেমাতে ‘গোয়েন্দা দেলোয়ার’ চরিত্রে থাকছেন সিয়াম আহমেদ, ‘শমসের’ চরিত্রে চঞ্চল চৌধুরী এবং ‘নাদিয়া’ চরিত্রে আছেন নাজিফা তুষি।

 

এছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছেন মোস্তফা মনওয়ার, ফররুখ আহমেদ রেহান, আফসানা মিমি, গাজী রাকায়েত, স্বর্ণালী চৈতি ও তানজিকা আমিন।

 

যৌথভাবে ‘আন্ধার’র গল্প লিখেছেন গিটারিস্ট ও ব্যান্ড তারকা সাইদুস সালেহীন সুমন (বেজবাবা সুমন), শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শাকিব চৌধুরী ও আদনান আদিব খান।