সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে দীর্ঘদিনের জোট নির্ভর রাজনীতির অবসান ঘটিয়ে অবশেষে নিজ দলের প্রার্থী পেল বিএনপি।
দলটি এবার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আনিসুল হককে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে আনিসুল হকের নাম ঘোষণা করেন।
দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় আনিসুল হক বলেন, সুনামগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেওয়ায় আমি দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের হাইকমান্ডের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। বহু বছর পর বিএনপির নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ হলো। এখন (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানের শীষের বিজয়ের জন্য আমরা মাঠে কাজ করব।
তিনি আরও বলেন, অনেক যোগ্য নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু, মনোনয়ন একবারে একজনকেই দেওয়া সম্ভব। তাই সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আশা করছি বিপুল ভোটে জয়লাভ করে সুনামগঞ্জ-১ আসনটি আমাদের নেত্রী খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে উপহার দিতে পারব।
দীর্ঘদিন পর জোটের জট খুলে দলীয় প্রার্থী ঘোষণায় তৃণমূল পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আনিসুল হককে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা দিচ্ছেন অসংখ্য নেতাকর্মী।

ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ 



















