বরিশাল বিভাগের সমৃদ্ধ উপজেলা পটুয়াখালীর কলাপাড়া ও নদীবেষ্টিত চরাঞ্চল রাঙ্গাবালী উপজেলা নিয়ে সংসদীয় আসন-১১৩ (পটুয়াখালী -৪)। এই আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
এই খবরকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ইতোমধ্যে মোশাররফ হোসেনের ছবি সংবলিত সন্তোষ প্রকাশের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অসংখ্য নেতাকর্মী স্বস্তি ও সন্তুষ্টি প্রকাশ করে মতামত প্রকাশ করেন। এই আসনকে স্থানীয়দের ভাষায় সমৃদ্ধ আসন বলা হয়। কারণ, কলাপাড়া উপজেলায় রয়েছে দুইটি পৌরসভা, কলাপাড়া ও কুয়াকাটা। এখানে রয়েছে পায়রা সমুদ্র বন্দর, রয়েছে ১৩২০ মেগাওয়াট পায়রা ও পটুয়াখালী (আরএনপিএল) তাপবিদ্যুৎ কেন্দ্র।
শের-ই-বাংলা নৌঘাঁটি ও সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন রয়েছে কলাপাড়া উপজেলায়। এসব কারণে এই আসনের রয়েছে আলাদা গুরুত্ব। মোশাররফ হোসেনের মনোনয়ন ঘোষণার পর থেকে নেতাকর্মীরা উচ্ছ্বসিত রয়েছেন।
প্রত্যাশিত এই খবরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

মোঃ রাকিবুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 



















