ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দেশের বাজারে স্বর্ণের দাম কমাল বাজুস

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • 42
blank

দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)

 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিপ্রতি স্বর্ণের দাম ২ হাজার ৬১৩ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৯৬ টাকা

 

blank

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, শুক্রবার (৩১ অক্টোবর) থেকে কার্যকর হবে এই নতুন দাম। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দর কমে যাওয়ায় সামগ্রিক অবস্থা বিবেচনা করে এ সমন্বয় করা হয়েছে।

 

বাজুসের নতুন তালিকা অনুযায়ী—

 

  • ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২,০০,২৯৬ টাকা
  • ২১ ক্যারেটের প্রতি ভরি ১,৯০,৯৯৮ টাকা
  • ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৬৩,৭১৬ টাকা
  • আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১,৩৬,০১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

সংগঠনটি আরও জানায়, স্বর্ণ বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।

এর আগে, গত ২৯ অক্টোবর বাজুস সর্বশেষ দাম সমন্বয় করেছিল। সেদিন ভরিপ্রতি ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা

 

উল্লেখ্য, স্বর্ণের দাম কমলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়

জনপ্রিয় খবর
blank

জেড.এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘English Fiesta-2025’

দেশের বাজারে স্বর্ণের দাম কমাল বাজুস

প্রকাশের সময় : ০৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
blank

দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)

 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিপ্রতি স্বর্ণের দাম ২ হাজার ৬১৩ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৯৬ টাকা

 

blank

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, শুক্রবার (৩১ অক্টোবর) থেকে কার্যকর হবে এই নতুন দাম। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দর কমে যাওয়ায় সামগ্রিক অবস্থা বিবেচনা করে এ সমন্বয় করা হয়েছে।

 

বাজুসের নতুন তালিকা অনুযায়ী—

 

  • ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২,০০,২৯৬ টাকা
  • ২১ ক্যারেটের প্রতি ভরি ১,৯০,৯৯৮ টাকা
  • ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৬৩,৭১৬ টাকা
  • আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১,৩৬,০১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

সংগঠনটি আরও জানায়, স্বর্ণ বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।

এর আগে, গত ২৯ অক্টোবর বাজুস সর্বশেষ দাম সমন্বয় করেছিল। সেদিন ভরিপ্রতি ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা

 

উল্লেখ্য, স্বর্ণের দাম কমলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়