বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আলোচিত সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন পদত্যাগ করেছেন। তবে আসন্ন আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। বিসিবির সঙ্গে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দীর্ঘমেয়াদে চুক্তি থাকা সত্ত্বেও মাত্র এক বছরের মাথায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন।
ক্রিকেট সংবাদভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, নিজের বর্তমান ভূমিকায় অসন্তুষ্ট হওয়ায় ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
ক্রিকবাজকে সংক্ষিপ্ত বক্তব্যে সালাহউদ্দিন কেবল ‘হ্যাঁ, আমি পদত্যাগ করছি’ বলে নিশ্চিত করেছেন, তবে এর চেয়ে বেশি কিছু জানাতে চাননি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, পদত্যাগপত্রে সালাহউদ্দিন লিখেছেন, এখন আর নিজের ভূমিকায় কাজ করে তিনি আনন্দ পাচ্ছেন না। সালাহউদ্দিনের এই পদত্যাগের সিদ্ধান্ত এমন এক সময়ে যখন বিসিবি আয়ারল্যান্ড সিরিজের জন্য মোহাম্মদ আশরাফুলকে নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।
আগামী ৬ নভেম্বর আয়ারল্যান্ড দল বাংলাদেশ সফরে আসছে। এই সফরে তারা দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর সিলেটে, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায় ১৯ থেকে ২৩ নভেম্বর।
এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে। প্রথম দুটি ম্যাচ ২৭ ও ২৯ নভেম্বর, আর শেষ ম্যাচ ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

অনলাইন ডেস্ক 




















