ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে সেন্ট্রাল প্রেস ক্লাবের বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান

blank

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সেন্ট্রাল প্রেস ক্লাবের বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড–২০২৫। 

 

শনিবার (১ নভেম্বর) রাতে শহরের অভিজাত হোটেল সেফরন ডিলাইটের সম্মেলন কক্ষে বর্ণাঢ্য আয়োজনে এ পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

জুরি বোর্ডের চারজন বিচারকের মূল্যায়নের ভিত্তিতে চারটি ক্যাটাগরিতে চার সাংবাদিককে পুরস্কৃত করা হয়। মাল্টিমিডিয়া ক্যাটাগরিতে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহমেদ পাপন,

অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে খবরের কাগজের জেলা প্রতিনিধি তাসলিমা আক্তার মিতু এবং ইলেকট্রনিক মিডিয়া (অনুসন্ধানমূলক প্রতিবেদন) ক্যাটাগরিতে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি রুমন চক্রবর্তী এ বছরের সেরা প্রতিবেদক হিসেবে নির্বাচিত হন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম, যিনি পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

 

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

 

কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি ও মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মো. আল-আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার সিনিয়র সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, জেলা পর্যায়ে সাংবাদিকতার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সমাজে ন্যায়, সত্য ও দায়িত্বশীলতার পরিবেশ সৃষ্টি করে।

 

শেষে রাতের ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

জনপ্রিয় খবর
blank

জেড.এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘English Fiesta-2025’

কিশোরগঞ্জে সেন্ট্রাল প্রেস ক্লাবের বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান

প্রকাশের সময় : ০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
blank

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সেন্ট্রাল প্রেস ক্লাবের বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড–২০২৫। 

 

শনিবার (১ নভেম্বর) রাতে শহরের অভিজাত হোটেল সেফরন ডিলাইটের সম্মেলন কক্ষে বর্ণাঢ্য আয়োজনে এ পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

জুরি বোর্ডের চারজন বিচারকের মূল্যায়নের ভিত্তিতে চারটি ক্যাটাগরিতে চার সাংবাদিককে পুরস্কৃত করা হয়। মাল্টিমিডিয়া ক্যাটাগরিতে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহমেদ পাপন,

অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে খবরের কাগজের জেলা প্রতিনিধি তাসলিমা আক্তার মিতু এবং ইলেকট্রনিক মিডিয়া (অনুসন্ধানমূলক প্রতিবেদন) ক্যাটাগরিতে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি রুমন চক্রবর্তী এ বছরের সেরা প্রতিবেদক হিসেবে নির্বাচিত হন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম, যিনি পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

 

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

 

কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি ও মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মো. আল-আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার সিনিয়র সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, জেলা পর্যায়ে সাংবাদিকতার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সমাজে ন্যায়, সত্য ও দায়িত্বশীলতার পরিবেশ সৃষ্টি করে।

 

শেষে রাতের ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।